ক্রিকেট ইতিহাসে কিছু দিন আছে, যেগুলোতে আনন্দ, বেদনা, রেকর্ড আর বিতর্ক—সবকিছু মিলেমিশে আছে। আজকের দিনটিও তেমনই এক গুরুত্বপূর্ণ দিন, যেদিন ঘটে গেছে বহু স্মরণীয় ও হৃদয়বিদারক ঘটনা।
ক্রিকেট ইতিহাসের পাতায় ২৭ নভেম্বর দিনটি এক বিচিত্র ও ঘটনাবহুল অধ্যায়। ক্রিকেটের মাঠে আজকের দিনটি অনেক স্মরণীয় মুহূর্তের জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।
ফিলিপ হিউজের মর্মান্তিক বিদায়
২০১৪ সালের এই দিনে ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুসংবাদে। মাত্র ২৫ বছর বয়সে, সিডনিতে এক শিল্ড ম্যাচে মাথায় বাউন্সারে আঘাত পেয়ে প্রাণ হারান তিনি।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অস্ত্রোপচারের পরও আর জ্ঞান ফেরেনি তার। নিজ শহর ম্যাকসভিলে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটার ও তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট।
টেস্টে ‘হ্যান্ডলড দ্য বল’ বিতর্ক
১৯৮৩ সালের আজকের এই দিনে মুম্বাইয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টেস্টে ডেসমন্ড হেইন্স আউট হন বিরল ‘হ্যান্ডলড দ্য বল’ সিদ্ধান্তে। কাপিল দেবের বল প্যাডে লেগে স্টাম্পের দিকে গেলে হাতে সরিয়ে দেন হেইন্স।
যদিও ম্যাচটি শেষ হয় ড্রতে, তবে ঘটনাটি ক্রিকেট ইতিহাসে স্থায়ী জায়গা করে নেয়।
কেপলার ওয়েসেলসের স্বপ্নযাত্রা
১৯৮২ সালের আজকের এই দিনে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে ১৬২ রান করে আলোচনায় আসেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কেপলার ওয়েসেলস। সেই ম্যাচেই জয় পায় অস্ট্রেলিয়া।
কুম্বলের আগুনে বোলিং
১৯৯৩ সালের আজকের এই দিনে হিরো কাপে কলকাতার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে ১২ রান দিয়ে ইতিহাস গড়েন অনিল কুম্বলে। ভারতের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিং ফিগার এটি।
রেকর্ডসংখ্যক দর্শকের উপস্থিতি ওই ম্যাচকে আরও স্মরণীয় করে তোলে।
ভারতের স্পিন দাপট, দক্ষিণ আফ্রিকার পতন
২০১৫ সালের আজকের এই দিনে নাগপুরে আগের টেস্টের পুনরাবৃত্তি ঘটিয়ে মাত্র তিন দিনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে ভারত।
অশ্বিন-জাদেজার স্পিন ঘূর্ণিতে সফরকারীরা গুঁড়িয়ে যায়। দীর্ঘ ৯ বছর পর বিদেশে অপরাজিত ধারা ভাঙে প্রোটিয়াদের।
দ্রুততম ৩০০ উইকেট
২০১৭ সালের আজকের এই দিনে নাগপুরেই ফের ইতিহাস গড়েন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ৫৪ টেস্টে ৩০০ উইকেট নিয়ে দ্রুততম বোলার হিসেবে রেকর্ড গড়েন তিনি। ম্যাচটি ছিল ভারতের অন্যতম বড় জয়।
নারীদের ক্রিকেটে নাটকীয় টাই
২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারীদের ওয়ানডেতে শেষ বলে রানআউট হয়ে টাই হয় দক্ষিণ আফ্রিকার স্বপ্নভাঙা ম্যাচটি—যা ছিল ইতিহাসের মাত্র পঞ্চম টাই হওয়া নারী ওয়ানডে।
রায়নার জন্মদিন
আজ জন্মদিন ভারতের আগ্রাসী ব্যাটার সুরেশ রায়নার। ২০০৮ এশিয়া কাপে দুই শতকসহ ঝলক দেখানো রেইনা ২০১০ সালে টেস্ট অভিষেকেই শতক করেন।
যদিও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে, সীমিত ওভারে তিনি ছিলেন দলের বড় ভরসা।
ইয়র্কশায়ারের ঐতিহাসিক সিদ্ধান্ত
১৯৯০ সালের আজকের এই দিনে ইয়র্কশায়ার কাউন্টি ক্লাবের ‘শুধু ইয়র্কশায়ারে জন্ম’ নীতির অবসান ঘটে। সিদ্ধান্তটি ঘিরে তীব্র বিতর্ক হলেও ক্রিকেটের আধুনিকায়নে এটি ছিল এক ঐতিহাসিক বাঁক।
আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন