বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ লিটার চোলাই মদ ও ১০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ড্রামে ভর্তি ৩০ লিটার চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেকজন মাদককারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত সুমন পোদ্দার (৩০) চিতলমারীর খড়মখালীর শ্যামা পোদ্দারের ছেলে।
গ্রেপ্তার সুমন পোদ্দারকে সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাগেরহাটের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, ‘এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন