ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মতিন (৭৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আরমান জানান, রাতের দিকে হঠাৎ অসুস্থ হন আব্দুল মতিন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি সেখানে পৌঁছানোর আগেই মারা যান।
তিনি আরও জানান, আব্দুল মতিনের কয়েদি নম্বর ৫৩৬৭/এ। বাবার নাম মৃত মীর জান আলী। তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা কারা কর্তৃপক্ষ জানাবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন