চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ঠুঠাপাড়া গ্রামে ২ ভারতীয় গরু চোরাকারবারি ও তাদের এক বাংলাদেশি সহযোগী গ্রেপ্তার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১টার দিকে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার দেওনাপুর পারবৈদ্যনাথপুর গ্রামের নয়মুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদির (৩০) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন (৩৪) এবং তাদের বাংলাদেশি সহযোগী মনাকষার সাহাপাড়া তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মারুফ (১৭)।
বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
এর আগে, গত ৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে ২ ভারতীয় চোরাকারবারি কাঁটাতারের বেড়াবিহীন শিবগঞ্জের ফতেপুর সীমান্ত দিয়ে ৪টি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় চোরাকারবারি মো. ফজলের কাছে হস্তান্তর করে। কিন্তু সকাল হয়ে যাওয়ায় ও বিজিবির টহল জোরদার হওয়ায় তারা আর ভারতে ফিরতে পারেননি। গত ৪ ডিসেম্বর তারা পদ্মা নদীর চরে লুকিয়ে থাকেন। পরে সহযোগী মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করেন।
শুক্রবার রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনের ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ ও চোরাচালান বন্ধে বিজিবি তৎপর রয়েছে।

-20251205154921.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন