সাইফুল বারীর গীতিকথায় দুটি নতুন গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। গানের একটিতে সুর করেছেন মারুফ চৌধুরী, অন্যটির সুর করেছেন হুমায়ুন কবির। দুটিরই সংগীত পরিচালনা করেছেন মারুফ চৌধুরী। একটি গান কাজী শুভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং অন্যটি এম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
সাইফুল বারী বলেন, কাজী শুভ ভাইয়ের কণ্ঠে আমার কথাগুলো শুনতে পাওয়া আনন্দের। উনার কণ্ঠ ও সুরের মিলন গানগুলোকে প্রাণবন্ত করেছে। আমি খুবই আশাবাদী- গানগুলো সবাই পছন্দ করবেন। এটি আমাদের পরবর্তী সৃজনশীল কাজের জন্যও একটি বড় উৎসাহ।
গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, এই দুটি গান আমার কাছে বিশেষ। শিগগিরই দর্শকরা শুনতে পাবেন। গানগুলো গাইতে গিয়ে আমি নতুনভাবে আমার কণ্ঠের রূপ আবিষ্কার করেছি। আশা করি, ভক্তরা গানগুলো উপভোগ করবেন এবং ভালো লাগবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন