কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে চাইছেন দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের পরিচালক আলহাজ মো. মফিজুর রহমান। তিনি দেশের স্বনামধন্য বিমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের সভায় বারবার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সূত্রে জানা গেছে, লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. মফিজুর রহমান দলের দুর্দিনে লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন। এ ছাড়া দলের হাইকমান্ড এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
জানা গেছে, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি বা রাজনৈতিক বিতর্ক তাকে স্পর্শ করতে পারেনি। সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং এলাকার উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয় বলে স্থানীয়রা মন্তব্য করছেন।
আলহাজ মো. মফিজুর রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, বিএনপির হাই কমান্ড তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাইয়া গ্রুপের বিশেষ পরিচিতি রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তনয় তারেক রহমানের ‘গুডবুকে’ রয়েছেন মফিজুর রহমান। তার বিষয়ে একটি নথিও বিএনপির কর্ণধারের কাছে জমা রয়েছে।
লাকসাম-মনোহরগঞ্জ আসনে ভাইয়া গ্রুপের নিজস্ব ভোটব্যাংক রয়েছে। মফিজুর রহমান পূর্বে দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা উত্তরা আসনে প্রার্থী হয়ে বিপুল ভোট পান। নির্বাচনে কারচুপি হওয়ায় সন্তুষ্ট না হলেও এবার তিনি নিজ এলাকায় লাকসাম-মনোহরগঞ্জ থেকে বিএনপি থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে জোর লবিং চালাচ্ছেন। ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রয়োজনে তিনি স্বতন্ত্র প্রার্থীও হতে পারেন।
আলহাজ মো. মফিজুর রহমান বলেন, বিএনপির প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি লাকসাম পৌরসভা বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলাম। বিএনপির হাই কমান্ড যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে নির্বাচন করতে প্রস্তুত, ইনশাআল্লাহ। দলের বিজয় নিশ্চিত করতে আমার সর্বস্ব বিলিয়ে দিতে আমি পিছপা হবো না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন