রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বৈশ্বিক প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজস্থলীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গর্বে আগামী শুদ্ধতা’। অনুষ্ঠানে প্রধান বক্তারা তরুণ সমাজকে দুর্নীতি প্রতিরোধে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি অজগর আলী খান। সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলাউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. নওশাদ খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা তাজরুল ইসলাম, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজ, তেইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন খানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
বক্তারা বলেন, দুর্নীতি আজ সমাজ, অর্থনীতি ও উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। এই অনিয়ম দূর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে সৎ, নৈতিক ও দুর্নীতিবিরোধী চেতনায় উজ্জীবিত হতে হবে।
আলোচনা সভার শেষে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়।


-20251209194557.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন