ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটে মোবাইল না পেয়ে কিশোরীর আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:৩২ পিএম
ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় কারিমা খাতুনকে। ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটের ফকিরহাটে মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম মোছা. কারিমা খাতুন (১৬)। তিনি ওই গ্রামের জয়নাল শেখের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কারিমা খাতুনের ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ঝুলছেন।

পরে দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা নাছিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন জানান, কারিমা দীর্ঘদিন ধরে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে অনুরোধ করে আসছিলেন। কিন্তু পরিবার মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে তিনি আত্মহত্যা করেন বলে তাদের ধারণা।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ বলেন, কিশোরীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে।

তপরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।