ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

বীর বাহাদুরকে গ্রেপ্তারের দাবি বান্দরবান জেলা বিএনপির

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৩:৪০ পিএম
বান্দরবানে বিএনপির সমাবেশে সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। ছবি- রূপালী বাংলাদেশ

সাবেক পার্বত্য মন্ত্রী ও বান্দরবানের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দুর্নীতি, লুটপাট ও অনিয়মে যুক্ত এই নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (৬ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে বান্দরবান জেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি ও সমাবেশে তিনি এ কথা বলেন। 

জাবেদ রেজা বলেন, ‘দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে বীর বাহাদুরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে। অথচ তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। শুধু বীর বাহাদুর নয়, তার সঙ্গে জড়িত সব দুর্নীতিবাজকেও আইনের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘৩৫ বছর ধরে বান্দরবানে একচ্ছত্র রাজত্ব চালিয়েছেন বীর বাহাদুর। পৌরসভা নির্বাচনেও ভোট ডাকাতির মাধ্যমে দুর্নীতিবাজদের ক্ষমতায় বসিয়েছেন। এমন কোনো নেতা নেই, যার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেননি।’

জাবেদ রেজা অভিযোগ করেন, ‘এক সময় রাজপরিবারের ড্রয়িংরুমে কর্মচারীর মতো থাকা বীর বাহাদুর পরবর্তীতে সেই রাজপরিবারের আশীর্বাদে ক্ষমতায় এসে নিজেই ঐতিহ্য ধ্বংসে মেতে ওঠেন। রাজপূর্ণ্য মেলা বন্ধ করে দিয়েছেন, যাতে ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব কমে যায়। এমনকি মারমা সম্প্রদায়ের সহানুভূতি আদায়ের জন্য নিজের নামের সঙ্গে ‘উশৈসিং’ যুক্ত করেছেন।’

এর আগে গত ৫ আগস্ট আলীকদম উপজেলায় আয়োজিত বিজয় র‍্যালিতেও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন একই দাবি জানান।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ৩২ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেও গত এক বছরে বীর বাহাদুরকে গ্রেপ্তারের দাবি সরাসরি তোলা হয়নি। এ নিয়ে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা ক্ষোভ বিরাজ করছিল।