জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেতাগীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ আগস্ট) দুপুরে বরগুনার বেতাগী পৌর শাখার রিকশাচালক দলের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি মো. মিলন মিয়ার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়—এমন দাবি উঠেছে। বিষয়টি ঘিরে বেতাগী উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
১ মিনিট ৯ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণে যাঁরা শহীদ হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করে—এই আশাবাদ ব্যক্ত করছি।
বলতে শোনা যায়, ‘এই রিকশাচালক জনতা ৫ তারিখের ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। ‘‘জয় বাংলা’’, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’
বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। অনেকেই এটিকে ‘দলীয় আদর্শ পরিপন্থী’ মন্তব্য করে বলেন, ‘এই ধরনের স্লোগান দিয়ে দলীয় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’
বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, ‘আমাদের দলে কিছু সুবিধাবাদী লোক ঢুকে পড়েছে। যারা বিগত ১৭ বছর দলের কোনো কর্মসূচিতে ছিল না, এখন সরকারের পতনের পর আবার সক্রিয় হচ্ছে। তাদের অনেকের আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আমরা দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
বক্তব্য বিতর্কের বিষয়ে রিকশাচালক দলের সভাপতি মো. মিলন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘এই ভিডিও আমার না। কে বা কারা এডিট করে ‘জয় বাংলা’ অংশ ঢুকিয়ে দিয়েছে। অনেক দুষ্টচক্র আছে—তারা করেছে। আমি ‘তারেক রহমান জিন্দাবাদ’ আর ‘শহীদ জিয়া অমর হোক’ বলেছি, ‘জয় বাংলা’ বলিনি।’
আপনার মতামত লিখুন :