বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান জানিয়েছেন, কেউ চাঁদা চাইলে সরাসরি তাকে ফোনে জানানো যাবে। প্রয়োজনীয় প্রমাণ থাকলে নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ, দখলবাজ বা লুটতরাজকারীরা বিএনপিতে থাকতে পারবে না।
সোবহান আরও বলেন, আগামী পহেলা সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কারও কাছ থেকে কোনো ধরনের চাঁদা গ্রহণ করবেন না। সব আয়োজনের খরচ নিজেই বহন করবেন।
তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সংযোগে বলেছেন, অতীতের মতো ভবিষ্যতেও তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকবেন। তিনি প্রত্যেককে নির্দেশ দিয়েছেন, ভোটারদের মন জয় করতে শক্তি বা ভয় দেখানোর পরিবর্তে ইনসাফ ও উদারতার মাধ্যমে কাজ করতে হবে এবং নেতাকর্মীরা তাদের এলাকায় গিয়ে জনগণের কাছে দলের আদর্শ পৌঁছে দেবেন।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান উল্লেখ করেছেন, বিএনপির তৃণমূলই দলের প্রাণ। শতাধিক হামলা, মামলা ও হয়রানির পরও নেতাকর্মীরা জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হননি। বর্তমান পরিস্থিতিতেও তিনি অনুরোধ করেন, কেউ প্রতিশোধপরায়ণ হবেন না বা নিজের হাতে আইন তুলে নেবেন না।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামে দৃঢ়ভাবে কাজ করে এসেছে। এই কারণে শত প্রতিকূলতার মধ্যেও জনগণের কাছে বিএনপি সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।