‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ছোটবাইশদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার ব্যাপারী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার।
রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন বলেন, আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আওয়ামী লীগের ১৬৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আপনার মতামত লিখুন :