দেশব্যাপী চলমান যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২৪ জন অপরাধীকে আটক করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে গত ১ থেকে ৭ মে পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়।
বৃহস্পতিবার (৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের মধ্যে রয়েছে, হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, অপহরণকারী, ধর্ষক, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভুয়া ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাকারী, নকল কসমেটিকস ব্যবসায়ী ও দালালচক্রের সদস্য।
অভিযানে ৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২টি বিভিন্ন গোলাবারুদ, ককটেল, মাদক, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, নকল ওষুধ, কসমেটিকস এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর জানায়, যৌথ বাহিনী দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনামূলক অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও জানমালের নিরাপত্তায় সহায়তা করেছে। পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে।
আইএসপিআর জনসাধারণকে অনুরোধ জানিয়েছে, যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে কাছাকাছি সেনা ক্যাম্পে তথ্য দিতে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন