বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারায় যাত্রীবাহী কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মী রানী (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মী রানী গাবতলী উপজেলার লাংলু গ্রামের খোকন চন্দ্রের স্ত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী অরিন ট্রাভেলস কোচের সঙ্গে বগুড়ার চন্ডিহারা বাজার এলাকায় মহাসড়কে গাবতলীগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী লক্ষ্মী রানী নিহত হন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিন জন আহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় যুক্ত কোচ আটক করা হয়েছে। তবে কোচের চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন