বগুড়ায় চাঞ্চল্যকর জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাত পৌনে ১০টার দিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।
এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা জজ আদালতের হাজতখানায় আসামি গণনা করে কারাগারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত ছয় পুলিশ সদস্য। ঠিক সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম।
গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর লক্ষীমন্ডপ এলাকায় ডাকাতি করতে গিয়ে নিজের শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন