ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

ফোন না ধরায় সন্দেহ, দরজা ভেঙে মিলল নারীর মরদেহ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:১৭ পিএম
বগুড়া থানা। ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার জামিলনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাবিকুন নাহার (৪৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সাবিকুন নাহার চট্টগ্রামের পোর্ট এলাকার হোন্দালপাড়া গ্রামের গোলাম সবানীর কন্যা। প্রায় ৯ মাস ধরে তিনি জামিলনগরের শাজাহান মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

বাড়ির মালিক শাজাহান মিয়া বলেন, শনিবার বিকালের পর থেকে সাবিকুন নাহার ফোন ধরছিলেন না। রাতে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে বিছানায় তার নিথর দেহ দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

শাজাহান মিয়া আরও জানান, প্রায় ৯ মাস আগে তিনি এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নেন। ওই ব্যক্তির বাড়ি শাজাহানপুরের রানীরহাট এলাকায় হলেও তার নাম জানা নেই।

প্রায় এক সপ্তাহ আগে তাদের তালাক হয়েছে বলে সাবিকুন নাহার আমাকে জানিয়েছিলেন। মৃত্যু সংবাদ জানাতে ফোন করলে ব্যক্তি ফোন কেটে দেন।

ঘরে প্রবেশ করে দেখা যায়- দরজা খোলা, বিছানায় মাস্ক দিয়ে মুখ ঢাকা অবস্থায় মরদেহ পড়ে আছে। বিছানায় দুই প্যাকেট খাবার ও কিছু ওষুধ ছড়িয়ে রয়েছে। ঘর অগোছালো নয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিছানা থেকে ডায়াবেটিসের ওষুধ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।