ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:১১ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন সাইন ক্রিম, বেটনোভেট (এন) ক্রিম এবং স্ট্যাপলার পিন আটক করেছে ২৫ বিজিবি। যার মূল্য ২ কোটি ৩৮ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহল দল বিশেষ অভিযান চালায়। গত ৩১ আগস্ট ২০২৪ ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় সিলেট হতে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে অভিযান পরিচালনা করে। এ সময়  ভারতীয় অবৈধ স্কিন সাইন ক্রিম-৫৮ হাজার ৩২০ পিস, বেটনোভেট (এন) ক্রিম- ৮ হাজার ৪০০ পিস এবং স্ট্যাপলার পিন-১৯২ প্যাকেট আটক করে।

বর্তমানে আটককৃত চোরাচালানী মালামাল বিজিবি’র হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও ২৯ আগস্ট (রোববার) সিলেট হতে ঢাকাগামী একটি ট্রাকে অভিযান পরিচালনা করে  পাথর বোঝাই ট্রাক থেকে ১৮ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চিনি ১১ হাজার ৪৫০ কেজি আটক করে।

এদিকে ভারতীয় চিনি ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য মালিক পরিচয়ে ২ জন ব্যক্তি মো. আফজাল আহমেদ সিলেটের জৈন্তাপুর উপজেলার দক্ষিণ বাঘেরখাল গ্রামের হোসেন মিয়ার ছেলে ও একই উপজেলার ওহাইগড় গ্রামের মৃত আব্দুল খালিদ মিয়ার ছেলে মো. বশির আহমেদ অবৈধ ভুয়া কাগজপত্র নিয়ে সরাইল ব্যাটালিয়নে (২৫ বিজিবি) ক্যাম্পে আগমন করে।

বিজিবি কতৃর্ক তাদের কাগজপত্র যাচাই বাছাইয়ে অবৈধ ভুয়া প্রমাণিত হয় এবং তারা মালিক নয়, পরে চিনির মালিক তাদের কাগজপত্র নিয়ে পাঠিয়েছে বলে বিজিবি’কে অবগত করে। পরবর্তীতে, এই ব্যক্তিদের মুচলেখা নিয়ে নিকট আত্মীয়ের (মামা) নিকট হস্তান্তর করা হয়েছে ।