নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে নরসিংদী সদরের একটি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, যুবদল নেতা মনিরুজ্জামান মনির ও তার অনুসারীরা নদীপথে দুইটি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল নিয়ে কারখানায় প্রবেশ করে।
এ সময় হামলাকারীরা কারখানার শ্রমিকদের ব্যবহৃত ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এতে তাদের হামলায় ৭ জন শ্রমিক আহত হন।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে যুবদল নেতা মনির ও তার ঘনিষ্ঠরা ড্রেজারের কাজ নিজেদের দলীয় লোকদের দিয়ে করানোর দাবি জানান। মালিকপক্ষ সেই দাবি না মেনে নিজেদের ব্যবস্থাপনায় কাজ চালিয়ে গেলে তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়।
হামলার নেতৃত্বে ছিলেন বিল্লাল হোসেন ও তার সহযোগীরা, যারা যুবদল নেতা মনিরের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
এ ঘটনায় ওসি মনির হোসেন বলেন, ‘কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে পলাশ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়।’
মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।