চাঁদপুরের মতলব উত্তরে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।’
তারা আরও বলেন, ‘কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এ সকল শিক্ষার্থীদের। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।’
মানববন্ধনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কেজি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নুরুল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে ও মাওলানা মাইনুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম ও শহিদুল হক, রাসেল আহমেদ, নাসরিন আক্তার, রোজিনা আক্তার প্রমুখ।
পরে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন