চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে জেলহাজতে নেওয়ার সময় ডিম নিক্ষেপের চেষ্টা চালানোর অভিযোগে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সেতাউর রহমানসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।
তবে আধা ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
বুধবার (৩০ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর গ্রামের যুবদল নেতা মিজানুর রহমান ও স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম-এই দুই ভাইকে ২০১৬ সালে গুম করা হয় বলে অভিযোগ রয়েছে। নিহতদের বাবা আইনাল হক গত ১৩ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জ থানায় অপহরণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশের পাঁচ সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।
এ মামলায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম, সাবেক এমপি গোলাম রাব্বানীর দেহরক্ষী আবুল কালাম আজাদ এবং শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদকে আসামি করা হয়।
হাইকোর্ট থেকে তারা গত ৭ জুলাই আট সপ্তাহের জামিন পেলেও বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, আসামিদের জেলহাজতে নেওয়ার সময় বাদী পক্ষের লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ডিম নিক্ষেপের প্রস্তুতি নেয় এবং একটি ডিম নিক্ষেপ করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেতাউর রহমানসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আধা ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে তাদের ছেড়ে দেওয়া হয়।
সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ‘আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পাঁচজনকে সাময়িক হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।’
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মো. ওবায়েদ পাঠান বলেন, ‘ছাত্রদল নেতাকর্মীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, বরং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে। ডিম নিক্ষেপের অভিযোগও ভিত্তিহীন।’
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে শিবির নেতা তুহিন হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালতে হাজিরার সময় শিবির নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে এবং স্লোগান দেয়।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন