চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সড়কের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ১০ হাজার মানুষের। সড়ক নদীতে বিলিন হয়ে গেলেও বছরের পর বছর অনেক কষ্টে যাতায়াত করছে এলাকাবাসী। স্থানীয় জনপ্রতিনিধিদের এই সড়ক নিয়ে কোন মাথাব্যাথা নেই। দ্রুত সড়কের সংস্কারের জোর দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নিউ বারোনী সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বাঁশখালী, আজমপুর, পাতাকোট, মুহুরী প্রজেক্ট গ্রামের প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে থাকে। বিশেষ করে ওচমানপুর উচ্চ বিদ্যালয়, ওচমানপুর দাখিল মাদরাসা, যাত্রামোহন স্কুল, পাতাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গাচোরা ও কয়েকটি অংশে ফেনী নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এতে কোনমতে মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় ২ থেকে তিন ফুট রাস্তায় চলাচল করতে হয়। সড়কের ওই অংশ দিয়ে কোন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে পারে না। বিশেষ করে বর্ষা মৌসুমে একেবারে চলাচল করা প্রায় অসম্ভব। এবারের ভয়াবহ বন্যায় ওই এলাকার মানুষের কষ্টের শেষ ছিল না।
ওই এলাকার বাসিন্দা নুরুল আমিন, মহিউদ্দিন, দ্বীন মোহাম্মদ জানান, একটি সড়কের জন্য আমরা বছরের পর বছর দুর্ভোগে রয়েছি। নদী দখল করে মৎস্য প্রকল্প করায় বর্ষাকালে পানি নিস্কাশন বাধাগ্রস্থ করে আমাদের গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়কটি নদীগর্ভে চলে গেছে। এলাকার যে কোন সামাজিক অনুষ্ঠানে গাড়ি চলাচল সম্ভব হয় না। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার বারবার আশ্বাস দিলেও কোন কাজ করেনি।
তারা অভিযোগ করেন, এখানকার বেশির ভাগ মানুষ বিএনপি-জামায়াত সমর্থক হওয়ায় বিগত ১৬ বছরে এক টাকার কাজও হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুল হক তার বাড়ির পর্যন্ত কার্পেটিং করে আর কাজ করেনি।
ওচমানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য মজিবুল হক বলেন, সড়কের আমার বাড়ি পর্যন্ত বেশি গর্ত থাকায় কার্পেটিং করা হয়েছে। এরপর পুকুরের পাড় ও নদীতে বিলীন হয়ে যাওয়ায় সম্ভব হয়নি। এরপরে প্রথমে মাটি দিয়ে কাজ করতে হবে। রাস্তা বড় করে তারপর সলিং করা হবে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ওচমানপুর ইউনিয়নের নিউ বারোনি সড়কের বিষয়ে অবগত ছিলাম না। এলাকাবাসীও বিষয়টি অবহিত করেনি। শীঘ্রই উপজেলা প্রকৌশলীকে পরিদর্শনে পাঠাবো। এরপর সড়কের ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন