ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই গ্রেপ্তার আ.লীগ নেতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৮:২৭ পিএম
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন।

শুক্রবার (২৩ মে) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে স্ত্রী তাহমিনা গিয়াসের সঙ্গে ঢাকায় নামেন তিনি। বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং মিরসরাই থানাকে জানানো হয়। এরপর মিরসরাই থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

 

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস বলেন, ‘পূর্ব সতর্কতা ছাড়াই তাকে বিমানবন্দরে আটক করা হয়।’

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা মিরসরাই থানা থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।