চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ঊর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সফর মুল্লুক হাজী বাড়ির মোজাম্মেল হকের স্ত্রী এবং আহমতুল্লাহ হকের মেয়ে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, ‘ঊর্মিকে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।’
ঊর্মির বড় বোন সুমি আক্তার অভিযোগ করে বলেন, ‘তিন বছর আগে মোজাম্মেলের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে মারধর করত। আমরা একাধিকবার টাকাপয়সা ও উপহার সামগ্রী দিয়েছি, কিন্তু নির্যাতন থামেনি। আমার বোন এসব সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’
নিহতের পরিবারের দাবি, এটি নিছক কোনো আত্মহত্যা নয়, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এ ঘটনার বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।’
এসআই আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030225605.webp) 
                                                                                    -30-10-25-20251030222222.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন