চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এক সংখ্যালঘু যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটূক্তি করায় তৌহিদী জনতা ও বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্ররা পৌরসভার কলেজ রোড থেকে অভিযুক্ত বিজয় দেবনাথ (২৫)-কে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দেবনাথ চট্টগ্রামের ইসলামবিদ্বেষী ব্লগার আসাদ নুরের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পূর্ববর্তী হযরত মুহাম্মদ (স.) বিদ্বেষী পোস্টগুলোকে সমর্থন জানান।
এছাড়া, সিগারেটে আরবি অক্ষর লিখিত অংশ পুড়িয়ে পান করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত যুবক পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ মহাদেবপুর গ্রামের সুনীল দেবনাথের ছেলে। তাকে আটক করার পর উপজেলার বড় কুমিরা বাজার, ছোট কুমিরা বাজার ও পৌরসভার বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র ও তৌহিদী জনতা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন।