চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার সিটিগেটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওই ইউনিট ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন