বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৫:১৬ পিএম

দশমিনায় ছাত্রদলের ব্যানারে ফুটবল টুর্নামেন্ট, অর্থ আত্মসাতের অভিযোগ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৫:১৬ পিএম

দশমিনায় ছাত্রদলের ব্যানারে ফুটবল টুর্নামেন্ট, অর্থ আত্মসাতের অভিযোগ। ছবি- রূপালী বাংলাদেশ

দশমিনায় ছাত্রদলের ব্যানারে ফুটবল টুর্নামেন্ট, অর্থ আত্মসাতের অভিযোগ। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। শুরুতে ‘মর্দনা শর্টবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ নামে খেলার আয়োজন করা হলেও হঠাৎ ফাইনাল খেলায় এসে টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।

গত ১৯ সেপ্টেম্বর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন ঠাকুরহাঠ ব্রিজের পাশে বালুর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

টুর্নামেন্ট নিয়ে অভিযোগ উঠেছে, আয়োজনের ক্ষেত্রে ছাত্রদলের ব্যানার ব্যবহার করা হলেও ইউনিয়ন ছাত্রদলের কোনো নেতাকর্মী বিষয়টি জানতেন না। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পি এম মহিউদ্দিন একাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছেন। টুর্নামেন্টের নামের পরিবর্তনের পাশাপাশি ছাত্রদলের নাম ও ব্যানার ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ তোলা হয়েছে বলে অভিযোগ করেন সংগঠনের স্থানীয় নেতারা। তাদের দাবি, এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

অভিযোগে বেতাগী সানকিপুর ইউনিয়ন ছাত্রদলের একাধিক নেতা জানান, ‘মর্দনা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ নামের আয়োজনে হঠাৎ ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ নাম যুক্ত করা হয়, অথচ সংগঠনের কেউ এ বিষয়ে জানতেন না। এই সুযোগে ছাত্রদলের নাম ব্যবহার করে অর্থ উত্তোলন করা হয়েছে।

অভিযুক্ত বেতাগী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পি এম মহিউদ্দিন জানান, খেলাটি মর্দনা টুর্নামেন্ট নামে ছিল না এমনকি কোনো নামেই ছিল না। দর্শক বাড়ানোর জন্য ‘আরাফাত রহমান কোকো’ টুর্নামেন্টের নাম দিয়েছি।

দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানভীর আহমেদ রিডেন বলেন, ‘ছাত্রদলের ব্যানারে ফাইনাল খেলা আয়োজন করা হলেও আমাদের কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে ইতিপূর্বে তাকে একবার নোটিশ করা হয়েছে। আমরা ইতোমধ্যে জেলা ছাত্রদলকে জানিয়েছি। এখন তারা সিদ্ধান্ত নেবে।’

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায় শামীম চৌধুরী জানান, ‘এ বিষয় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বেতাগী সানকিপুর ইউনিয়ন ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। দু-একজন নেতাকর্মীর জন্য দলীয় ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!