যশোরে দাদার লাঠির আঘাতে এক মাসের শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে গেলে অসাবধানবশত এ ঘটনা ঘটে।
নিহত মিনতাহা সদর উপজেলার চানপাড়া গ্রামের মিরাজুল হকের মেয়ে। পুলিশ দাদা শাহাজাহানকে আটক করেছে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে শাহজাহান আলী স্ত্রীকে লাঠি দিয়ে আঘাতের চেষ্টা করেন। এ সময় অবসাবধানবশত লাঠির আঘাত লাগে তার ছেলে মিরাজুল হকের মেয়ে মিনতাহার মাথায়। এ সময় গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, শিশু মিনহাতার মাথার আঘাতটি গুরুতর ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় ৷
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ‘স্ত্রীকে মারতে যাওয়া লাঠির আঘাতে শিশু পুতনি মারা গেছে। দাদা শাহাজাহানকে আটক করা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন