আফগানদের বিপক্ষে ওডিআই সিরিজে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়ে টাইগাররা। সেই চাপকে সামলে মেহেদী-হৃদয়ের জোড়া ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ। এ দিন ১২ ওভারের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন। তাতে শুরুতেই চাপে পড়েছে মেহেদী মিরাজের দল।
আজ বুধবার (৮ অক্টোবর) আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সময় খেলাটি শুরু হয় সন্ধ্যা ৬টায়।
এ দিন সাইফ হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তামিম। ১০ বল খেলে ১০ রান করেছেন তিনি।
তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ ওভারের প্রথম বলে আজমতউল্লাহর বলে রীতিমতো বোকা বনে যান শান্ত। ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৫ বলে ২ রান করেছেন তিনি।
২৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। অভিষেকে দারুণ শুরু করেছিলেন সাইফ। তবে পাওয়ার প্লে শেষেই ধৈর্য হারান তিনি। বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেছেন এই ওপেনার।
দলীয় ৫৩ রানে যখন টপ অর্ডারের তিন ব্যাটার হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা, তখনই দলকে চাপ থেকে তুলে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় মেহেদী-হৃদয়ের দারুণ জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান। ক্রিজে ৭৬ বলে ৫১ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ এবং ৮৪ বলে ৫৬ রানে খেলছেন তাওহিদ হৃদয়।
বল হাতে আফগানিস্তানের হয়ে ২টি উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই এবং ১টি উইকেট নেন নাঙ্গেলিয়া খারোতে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন