ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ওয়ানডে মঞ্চে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক।
ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন ম্যাথিউ শর্ট ও মিচেল ওয়েন, এ ছাড়া ম্যাথিউ রেনশও ডাক পেয়েছেন।
অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে থাকবেন মিচেল মার্শ। অন্যদিকে, প্যাট কামিন্স এই ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন না। তিনি নিজেকে সম্পূর্ণ ফিট রাখতে চাইছেন ২১ নভেম্বর শুরু হতে যাওয়া অ্যাশেস সিরিজের জন্য।
ওয়ানডে দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা:
মিচেল মার্শ (ক্যাপ্টেন), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, বেন ডওয়ার্স, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গ্লিস, মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন