বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১০:৪০ পিএম

সাংবাদিকতার আড়ালে যশোরে ভয়ংকর চক্র, উদ্বেগ

যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১০:৪০ পিএম

যশোর প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিক সংগঠনসমূহের যৌথ সভা। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিক সংগঠনসমূহের যৌথ সভা। ছবি- রূপালী বাংলাদেশ

সাংবাদিকতার আড়ালে যশোরে একটি চক্র ভয়ংকর রূপ ধারণ করেছে। তাদের কারণে এই পেশার বদনাম হচ্ছে। চক্রের সদস্যরা বর্তমানে বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন কায়দায় তারা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, ভয়ভীতি প্রদর্শন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার।

এতে সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রকৃত পেশাদার সাংবাদিকরা ঝুঁকির মুখে পড়ছেন। জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টিকারী এই দুর্বৃত্ত চক্রের তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যশোরের সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

বুধবার (৮ অক্টোবর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সংগঠনসমূহের যৌথ সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় সাংবাদিকতার পেশাগত মর্যাদা, দায়িত্বশীল সংবাদ পরিবেশ রক্ষা এবং সম্প্রতি সাংবাদিকতার নামে দুর্বৃত্ত চক্রের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনাকালে বলা হয়— সাংবাদিকতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থরক্ষা নয়; এটি জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে একটি পেশাগত অঙ্গীকার। কিন্তু যশোরের সাংবাদিক নামধারী চিহ্নিত একদল ব্যক্তি মাস্তানি কায়দায় নিরীহ মানুষকে জিম্মি করে অনৈতিক সুবিধা দাবি করছে।

দাবি পূরণ না হলে তাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশসহ নানাভাবে হয়রানি করছে। সাংবাদিকতার নাম ভাঙিয়ে সমাজে বিশৃঙ্খলা, ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানো এসব ব্যক্তি বা চক্রের সঙ্গে প্রকৃত সাংবাদিক সমাজের কোনো সম্পর্ক নেই।

এদের বিরুদ্ধে সামাজিক ও পেশাগতভাবে সতর্ক থাকতে সব গণমাধ্যমকর্মীদের আহ্বান জানানো হয়। একইসঙ্গে যৌথ সভা থেকে সাধারণ মানুষকে এইসব প্রতারকের হাত থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়। যারা সাংবাদিকতার নামে প্রতারণা বা হয়রানির শিকার হচ্ছেন, তাদেরকে নির্ভয়ে আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়। দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত সাংবাদিক নামধারীদের পাশে যশোরের কোনো সাংবাদিক সংগঠন থাকবে না।

সভা থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়— সাংবাদিকতার নামে সংঘটিত চাঁদাবাজি, প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডগুলোকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত হবে।

সভায় সাংবাদিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ ঐকমত্যে বলেন, সাংবাদিকতার নামে কোনো ধরনের প্রতারণা, ব্ল্যাকমেইলিং বা চাঁদাবাজি সহ্য করা হবে না। প্রয়োজনে ‘আইডি কার্ড ও বুম (মাইক্রোফোন) বাণিজ্যের’ মাধ্যমে প্রতিনিধি নিয়োগ করে অপসাংবাদিকতা বিস্তৃতকারী ভুয়া-ভুঁইফোঁড় গণমাধ্যমগুলোর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। যশোরের সাংবাদিক সমাজ নৈতিকতা, সত্যনিষ্ঠা ও জনস্বার্থের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।

সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন: যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন ও সদস্য সচিব শিকদার খালিদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এম. আর. খান মিলনসহ প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Link copied!