ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১২:৪১ পিএম
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক সদস্যরা। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টিম লিডার মো. ইমরান খান অপু।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তদন্তে কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে এবং শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. আবুল হাসান এবং মো. জসীম উদ্দিন। তারা স্বাস্থ্যসেবার মান, রোগী ভোগান্তি ও বহিরাগত ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর মতো অভিযোগগুলো গুরুত্ব দিয়ে যাচাই করেন।

এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, দুদক কর্মকর্তারা আসার পর রোগীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ আদায় করা হয় কি না, কিংবা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে জোরপূর্বক পাঠানো হয় কি না- এসব বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। আমরা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। রোগীদের সেবার মান বাড়াতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে নানা অভিযোগ ছিল। বিশেষ করে রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, অপ্রয়োজনীয় খরচ চাপানো এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল।

দুদকের হঠাৎ এই অভিযানে রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি নেমে আসে। অনেকেই আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং অনিয়ম-দুর্নীতি কমবে।