চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের মাত্র এক মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলমগীর প্রকাশ আলাউদ্দিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর নগরীর আন্দরকিল্লায় একটি ছাপাখানায় চাকরির পাশাপাশি বন্ধু জয়নালের অটোরিকশার গ্যারেজে পার্টটাইম কাজ করতেন। গত ১ আগস্ট তার বিয়ে হয়।
স্থানীয়রা জানান, সেদিন রাতে কাজ শেষে তিনি গ্যারেজে যান। সেখানে একটি ব্যাটারি চালিত রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে শিকলবাহা সাউথ হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন