ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

বগি ফেলে চট্টগ্রামে চলে গেল পর্যটক এক্সপ্রেস

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৬:৪৭ এএম
ফেলে যাওয়া বগি । ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি বগি রেখেই ইঞ্জিন চট্টগ্রামের দিকে চলে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়ার কমলমুন্সির হাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সৌভাগ্যবশত বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি উল্লিখিত স্থানে পৌঁছালে ইঞ্জিনের হুক ভেঙে বগিগুলো থেকে আলাদা হয়ে যায়। পরে ইঞ্জিনটি বগি রেখে চট্টগ্রামের দিকে চলে যায়। এতে লাইনে কোনো বিপত্তি ঘটলে বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল।

পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল বলেন, হুক ভেঙে যাওয়ায় ইঞ্জিন আলাদা হয়ে যায়। চট্টগ্রাম থেকে সার্পোট ইঞ্জিন রওনা দিয়েছে। সেটি পৌঁছালে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হবে।

ট্রেনের স্কোয়াড ম্যানেজার মোহাম্মদ শামিম জানান, রাত ১২টার মধ্যে রিলিফ ট্রেন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর যাত্রীদের চট্টগ্রাম অভিমুখে যাত্রা অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুলাই বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।