ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ভাঙ্গায় নৌকা বাইচ দেখতে লাখো মানুষের ঢল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:১০ এএম
ভাঙ্গায় নৌকা বাইচ প্রতিযোগিতা । ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশাল এলাকা জুড়ে হাজারো বিনোদনপ্রেমী দর্শক এ নৌকা বাইচ উপভোগ করেন। 

তরুন নেতা মো. আলামিনের সার্বিক সহযোগিতায় নৌকা বাইচের পৃষ্টপোষকতা করেন বিশিষ্ট সমাজ সেবক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

দুরদুরান্ত থেকে ১২টি বাছাড়ী নৌকা এ নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

প্রতিযোগিদের রেফ্রিজারেটর, এলইডি টেলিভিশন পুরষ্কারসহ প্রত্যেক অংশগ্রহণকারীকে পুরষ্কার প্রদান করা হয়।

নৌকা বাইচে ১ম পুরষ্কার আশফরতীর ওয়াদুদ কাজী, ২য় পুরষ্কার নগরকান্দার আ. মান্নান এবং ৩য় পুরষ্কার হিসেবে বাবুল মিয়ার নৌকার জন্য পুরুস্কৃত করা হয়।

পুরষ্কার বিতরণকালে স্থপতি মুজাহিদ বেগ বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গ্রামবাংলার সুষ্ঠু বিনোদনের অন্যতম মাধ্যম। এ ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার সহযোগিতায় বাইচের আয়োজন করা হয়েছে। আলগী ইউনিয়ন বাসীর প্রতি আমি কৃতজ্ঞ, এমন সুন্দর একটি আয়োজন করার জন্য।

এতে আমাদের গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে। সংস্কৃতি মানুষের সৌহার্দ্যের মেলবন্ধন। তাই আগামীতে সুষ্ঠু সাংস্কৃতির ধারা অব্যাহত রাখতে প্রচেষ্টা ও সহযোগী করা হবে।

এদিকে নৌকাবাইচ উপভোগ করতে দূরদুরান্ত থেকে হাজারো বিনোদনপ্রেমী দর্শক ছোট বড় বিভিন্ন নৌকা নিয়ে বাইচ উপভোগ করেন। 

অপরদিকে নৌকা বাইচটি নির্বিঘ্ন করতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ছিলো তৎপর।