চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় পরকীয়ার জেরে আকিব (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী পুষ্পাসহ পরকীয়া প্রেমিক সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের বন্ধুদের দাবি, প্রবাসে থাকাকালীন সময়ে আকিবের স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিদেশ থেকে দেশে ফেরার পর এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। শনিবার রাতে স্ত্রী তার প্রেমিককে বাসায় ডেকে এনে আকিবকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
আকিবের মা অভিযোগ করেন, বিষয়টি আগেও পারিবারিকভাবে সমাধানের চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। অবশেষে পরকীয়া প্রেমিকের সহযোগিতায় তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবির বলেন, ‘পরকীয়ার জেরে প্রবাসী আকিব খুন হয়েছেন। এ ঘটনায় প্রেমিক সাইফুল ও আকিবের স্ত্রী পুষ্পাকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি জাহেদুল ইসলাম।