বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে আনোয়ারা থানা পুলিশের একটি অভিযানিক দল তাকে তার নিজ বাড়ি চুন্নাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
আটক নুরুল আজিজ চৌধুরী মৃত নুরুল ইসলাম চৌধুরীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের মামলা রয়েছে।
আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘রাতের অভিযানে নুরুল আজিজ চৌধুরীকে আটক করা হয়েছে। আগামীকাল (শনিবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন