চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭ মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিনকে (৫৫) সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) শফিক উল্লাহ ও এএসআই (নিরস্ত্র) হাবিবুর রহমানের সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী এলাকার আবদুস সালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর মামলা, ১টি জিআর মামলা, ৪টি সাজা পরোয়ানাসহ মোট ৩২টি মামলা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আরও ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
বিভিন্ন থানায় তার আরও মামলা ও ওয়ারেন্ট থাকার সম্ভাবনা রয়েছে, যা যাচাই-বাছাই চলছে।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘বহুল আলোচিত আসামি রুহুল আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন থানায় তার অসংখ্য মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন