শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৮:৫৮ এএম

ঋণ পরিশোধ না করায় অসুস্থ নারীকে তালাবদ্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৮:৫৮ এএম

তালাবদ্ধ মোছা. নুরুন নাহার। ছবি- সংগৃহীত

তালাবদ্ধ মোছা. নুরুন নাহার। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় মোছা. নুরুন নাহার (৪৭) নামে এক অসুস্থ নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পরে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে।

নুরুন নাহারের ছোট ছেলে জানান, ‘আমার মা কিছুদিন আগে বিআরডিবি থেকে ঋণ নিয়েছিলেন। আজ আমরা ১০ হাজার টাকা নিয়ে কার্যালয়ে যাই। কিন্তু তারা পুরো টাকা পরিশোধ না করলে কিছুই গ্রহণ করবে না বলে জানায়। এরপর আমার অসুস্থ মাকে অফিসের বারান্দায় তালা মেরে আটকে রাখেন মাঠ কর্মকর্তা আবেদা খাতুন।’

ঘটনার সত্যতা স্বীকার করে মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘১৪ মাস আগে নুরুন নাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চার মাস আগে তার ঋণ পরিশোধের মেয়াদ শেষ হয়েছে। তিনি বিভিন্ন অজুহাতে টাকা দিতে গড়িমসি করছেন। অফিস কর্তৃপক্ষ আমার বেতন বন্ধ করে দিয়েছে, তাই আমি চাপে আছি।’

অফিস কক্ষে তালাবদ্ধ অবস্থায় নুরুন নাহার বলেন, ‘আমি টাকা ফেরত দেওয়ার কথা বলেছি। কিন্তু তারা এখনই পুরো টাকা চাইছে। দিতে না পারায় আমাকে আটকে রেখেছে।’

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি দ্রুত অফিসে এসেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Shera Lather
Link copied!