ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কেরু চিনিকলের স্লো-ফায়ারিংয়ের শুভ উদ্বোধন 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৩৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির ২০২৫-২৬ মাড়াই মৌসুম শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। সে উপলক্ষে চিনিকলের বয়লিং হাউজে স্লো-ফায়ারিং আগুন নিক্ষেপের মধ্যে দিয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কেরুর বয়লিং হাউজের সামনে স্লো-ফায়ারিং উদ্বোধন করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক মীর রাব্বিক হাসান। এর আগে, মিল হাউজের বয়লার বিভাগে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর রাব্বিক হাসান বলেন, ‘১৯৩৮ সাল থেকে মিলটি একইভাবে চলছে। বয়লিং হাউজ মিলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেজন্য আমরা পরীক্ষামৃলকভাবে ১৫/২০ দিন আগে দেখে নিই কোনো সমস্যা আছে কি না। যদি সমস্য থাকে তাহলে আমরা দ্রত সারিয়ে তুলতে পারব।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমাদের বিএমআরআই প্রকল্পের কাজ আবারও শুরু হয়েছে। আগামী বছর আমাদের নতুন বয়লিং হাউজ চালু হবে। তাই এ চিনিকলটি বাঁচিয়ে রাখতে হলে আপনারা বেশি বেশি আঁখ লাগান। আগামী বছর কৃষকদের কথা চিন্তা করে আঁখের মৃল্য বৃদ্ধি করা হবে।’

মীর রাব্বিক হাসান বলেন, ‘এবার ২ মাসের অধিক মিলটি চলবে। প্রত্যেক শ্রমিক কর্মচারীদের অনুরোধ করব মিলটি টিকিয়ে রাখতে হলে সবাই আঁখ লাগান, মিলটি প্রাণ ফিরে পাক। ২০২৫-২৬ মাড়াই মৌসুমে বড় ধরনের কোনো যান্ত্রিক সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য সকল যন্ত্রাংশ ট্রায়াল দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো সমস্য আছে কি না সেটিও দেখা হচ্ছে। তবে মিলটি মাড়াই মৌসুম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা রাখি, সকল প্রতিকূলতা মোকাবিলা করে মাড়াই মৌসুম সম্পন্ন করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: কেরু চিনিকলের মহাব্যবস্থাপক কারখানা সুমন কুমার শাহা, অর্থ আব্দুস সাত্তার, জিএম (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) এডিএম মীর্জা গালিব, স্টোর ইনচার্জ লিংকন ঢালী।