চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।
নিহত সোহেল (২৫) বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন।
স্থানীয়রা জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের পিতা আসাবুল হক বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে সোহেলের পেয়ারা বাগানকে কেন্দ্র করে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে ফারুক তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছিল।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

