ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ নিহত ৩

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারী বর্ষণে কক্সবাজার পেকুয়া উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায়  এই  দুর্ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন, স্থানীয় সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩৮), তার মেয়ে ময়না বেগম (১১) ও ছেলে তোহা মিয়া (৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ।

তিনি জানান, সরওয়ারের বাড়ি পাহাড়ের পাদদপশে। রাতে ভারী বৃষ্টিপাতে কারণে পাহাড় ধসে পড়ে তার বাড়িতে। এতে মাটিচাপা পড়ে তার স্ত্রী এবং দুই শিশু সন্তান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি জানান, এই পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে। 

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছেন, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারনে সমুদ্র বন্দরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

গত ২৪ ঘন্টায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটেছে। 

কক্সবাজার জেলায় গত ২৪ ঘন্টায় সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯৪ মি.মি.। রবিবার সকাল ৬টা থেকে সকাক ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৬ মি.মি.।