সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করেছে নৌ-বাহিনী।
কক্সবাজারের টেকনাফ থেকে মাছ ধরার বড় ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এতে বলা হয়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার ট্রলারের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’।
এ সময় তাৎক্ষণিকভাবে মাছ ধরার নৌকাটির কাছে গিয়ে গতিরোধ করা হয়।
পরে তল্লাশি চালিয়ে নৌকাটিকে থেকে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।
আইএসপিআর আরও জানায়, ট্রলারটি গতকাল ৭ এপ্রিল মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে আটককৃতদের মধ্যে টেকনাফ বাহারছড়া কচ্চপিয়া এলাকার ৩ জন ঐ ট্রলারের যাত্রী ছিল বলে স্থানিয় সুত্রে জানা গেছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন