ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

অপহরণ রোধে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০২:২২ পিএম
অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান। ছবি- সংগৃহীত

কক্সবাজারের উখিয়া-টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উখিয়া ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়ার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূল, ডাকাত ও মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অপহরণকারী ও ডাকাতদলের সদস্যরা নিরীহ মানুষদের অপহরণ করে পাহাড়ে আটকে রাখছেন। তাই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনায় পাহাড়ে পাহাড়ে সব বাহিনীর সমন্বয়ে এ অভিযান চলছে।