কক্সবাজার সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় প্রিয়তম রুদ্র (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফল প্রকাশ হওয়ার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করে বলে জানিয়েছেন তার পরিবার।
আত্মহনন করা প্রিয়তম রুদ্র (১৬) সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হিন্দুপাড়ার কাঞ্চন রুদ্রের ছেলে। সে এবার খুরুস্কুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
স্বজনরা জানিয়েছেন, প্রিয়তম রুদ্রর শুক্রবার (১১ জুলাই) ১৭তম জন্মদিন। এবারের এসএসসি পরীক্ষায় সে দুই বিষয়ে ফেল করেছে।
তার বাবা কাঞ্চন রুদ্র বলেন, ‘দুপুরে আমার ছেলে ও স্ত্রী একসঙ্গে খাওয়া-দাওয়া করে। আমি অফিসে চলে যাই। কিছুক্ষণ পর জানতে পারি প্রিয়তম ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়েছে এবং সাড়া দিচ্ছে না। পরে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।’
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও প্রতিবেশীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষায় ফলাফল যাই হোক সন্তানদের মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। পরিবার ও সমাজের সহানুভূতিশীল আচরণই পারে এমন ট্র্যাজেডি ঠেকাতে। পরীক্ষার ফল কখনোই জীবনের শেষ কথা নয়। এই বার্তা ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :