ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৮:২৬ পিএম
সী-গাল পয়েন্টে পর্যটকের মৃত্যু। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সামির (২৩) নামের এক পর্যটক মারা গেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সী-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় একজন রেফ্রিজারেটর মেকানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় এয়ার কন্ডিশন টেকনিশিয়ান সামির শুক্রবার সকালে পাঁচ বন্ধুর সঙ্গে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসেন। দুপুরে ১টার দিকে তারা সী গাল পয়েন্টে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যান তিনি। খবর পেয়ে লাইফ গার্ড কর্মী ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। প্রায় আধাঘণ্টা পর শৈবাল পয়েন্ট থেকে সামিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সামিরের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

সাগর উত্তাল থাকায় স্থানীয় প্রশাসন ও লাইফ গার্ড কর্মীরা পর্যটকদের সমুদ্রে গোসলের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় লাবনী, সী গাল,  সুগন্ধা, কলাতলি ও শৈবাল পয়েন্টে গোসল না করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।