রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের নিজস্ব প্রস্তাবনা চাওয়া হয়েছিল। তারা সে অনুযায়ী খসড়া জমা দিয়েছে। এখন ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। আশা করছি, সব দলের সম্মতি পেলে ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা সম্ভব হবে।’
এর আগে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস: ১১ জুলাই’ শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ ২০২৪ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের অবদান স্মরণ করেন।
তিনি বলেন, ‘এই দিনটিই ছিল ছাত্র-জনতার প্রথম সংঘবদ্ধ প্রতিরোধের দিন। তাই দিনটিকে ‘গণ-অভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।
এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল ও কাজী নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ।
আপনার মতামত লিখুন :