ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ এক ‘ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার নিকট থেকে ৭৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. সাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আসামি হলেন বরিশালের মুলাদি থানার উত্তর পাতারচর গ্রামের মৃত হানিফ রাঢ়ীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কেরানীগঞ্জের মনু বেপারীর ঢাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আটিবাজার জয়নগর এলাকায় একটি ভাড়া বাসায় একা বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন