রাজধানীর তুরাগে ১০ তলা একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আগুনের খবর পান। পরে ৭টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সংস্থার মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, আগুন লাগা ভবনের ৫ তলার ওপরের বাসিন্দাদের প্রথমে ছাদে নেওয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ির মাধ্যমে নিচে নামিয়ে আনা হয়।
তিনি আরও বলেন, মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাঁচজন আহত হয়েছেন।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।


