দিনাজপুরের হিলিতে ঘাসুড়িয়া সীমান্তে ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগে স্থানীয়রা ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় ড্রোনটি উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
হাকিমপুর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৪শ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধানখেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্প কাজ করছিলেন। এ সময় ধানখেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন পেয়ে সেটি নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে তিনি পুলিশকে বিষয়টি অবগত করলে রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবি তার বাড়িতে যায়।’
এ সময় এসআই সুজা মিয়া তার বাড়ি থেকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।
কীভাবে কোথা থেকে ড্রোনটি আসল বা কে উড়িয়েছিল সেসব তথ্য তদন্তসাপেক্ষে জানানো হবে বলেও জানান পরিদর্শক জাহাঙ্গীর আলম।
আপনার মতামত লিখুন :