বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৩:১৮ পিএম

দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ৪৩ কলেজে পাস করেননি কেউ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৩:১৮ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ড।    ছবি - সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ড। ছবি - সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। বোর্ডের অধীনে মোট ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শূন্য পাসের সংখ্যা ছিল ২০টি, অর্থাৎ এবার আরও ২৩টি কলেজ যুক্ত হয়েছে তালিকায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর শূন্য পাস করা ৪৩টি কলেজ থেকে মোট ১৮২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নীলফামারীর ১০টি কলেজ থেকে ৪০ জন, কুড়িগ্রামের ৯টি কলেজ থেকে ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ৬ কলেজ থেকে ২৫ জন, লালমনিরহাটের ৫ কলেজ থেকে ১৪ জন, রংপুরের ৪ কলেজ থেকে ১৫ জন, দিনাজপুরের ৪ কলেজ থেকে ১৭ জন, পঞ্চগড়ের ৩ কলেজ থেকে ১১ জন এবং গাইবান্ধার ২ কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী অংশ নেন-কেউই উত্তীর্ণ হতে পারেননি।

বোর্ডের তথ্য অনুযায়ী, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ, চৌধুরানী হাই স্কুল অ্যান্ড কলেজ, গোলমুন্ডা আদর্শ কলেজসহ ১০টি কলেজে কেউ পাস করেনি।

কুড়িগ্রাম জেলার রৌমারীর চার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, ফুলবাড়ীর রাশেদ খান মেনন কলেজ, রাজারহাটের সিংড়া দাবড়িহাট কলেজসহ মোট ৯টি কলেজে শূন্য পাস।

ঠাকুরগাঁওয়ের সালান্দর মহিলা কলেজ, আমানতুল্লাহ ইসলামিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, রানীশংকৈলের গোগড় কলেজসহ ৬টি কলেজেও একই অবস্থা।

এ ছাড়া লালমনিরহাটের কালিয়াগঞ্জ উপজেলার সোনারজাট স্কুল অ্যান্ড কলেজ, শিয়াল খাওয়া কলেজসহ ৫টি, রংপুর জেলার মিঠাপুকুরের পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি কলেজসহ ৪টি, দিনাজপুর জেলার বীরগঞ্জের কবিরাজহাট কলেজসহ ৪টি, পঞ্চগড় জেলার বোদা পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজসহ ৩টি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের গাগর হাই স্কুল অ্যান্ড কলেজসহ ২টি কলেজে কেউ উত্তীর্ণ হয়নি।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এসব কলেজের বেশিরভাগই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নতুন বা স্বল্পশিক্ষকসংবলিত প্রতিষ্ঠান। ফলাফল বিশ্লেষণ করে দুর্বল প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!